পুলিশ প্রটোকল নিয়ে আটক ভুয়া বিচারপতি
নিজেকে উচ্চ আদালতের বিচারপতি পরিচয়ে পুলিশ প্রটোকলে নিয়ে বাড়ি ফিরে চাঁদপুরের মতলবে আটক হয়েছেন ভুয়া বিচারপতি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উত্তর দিঘলদী গ্রামে নিজ বাড়ি থেকে আটক হন তিনি। ওই ভুয়া বিচারপতির নাম মো. বিপ্লব প্রধান (৪০)।
বিপ্লব উপজেলা সদরের কলেজ গেট এলাকায় স্টিলের তৈরি আসবাবের কারখানায় শ্রমিকের কাজ করেন। আটকের পর স্থানীয়রা জানান, কয়েক বছর আগে তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বলেও দাবি করেছিলেন।
পুলিশ জানায়, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মো. বিপ্লব প্রধান (৪০)। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল সুবিধা নেন তিনি।
দাউদকান্দি পার হলে কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম থেকে মতলব দক্ষিণ থানা পুলিশকে প্রটোকল দেওয়ার কথা জানিয়ে বলা হয়, একজন বিচারপতি তাঁর নিজ বাড়িতে আসছেন। এরপর পুলিশ বিপ্লব প্রধানকে প্রটোকল দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেয়। এরপর সেখান থেকেই আটক হন তিনি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘থানার চার কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন প্রটোকল দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন। সেখানে গিয়ে জানতে পারেন তিনি বিচারপতি নন। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ভুয়া বিচারপতি পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন।’
আটক বিপ্লবের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মহিউদ্দিন।