পৃথক মামলার রায়ে শেরপুরে ৪ জনের যাবজ্জীবন
শেরপুরে হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে এবং শিশু ধর্ষণ মামলায় আরও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান পৃথকভাবে এ রায় ঘোষণা করেন।
হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামের বাদশা মিয়া, তাঁর ছেলে ফকির আলী ও আলিনাপাড়া গ্রামের হাসমত আলী। অন্যদিকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আশরাফুল (৩৩) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের বাসিন্দা।
হত্যা মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের দিনমজুর তাজেল মিয়াকে পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়া, ফকির ও হাসমতসহ কয়েকজন লোহার রড, লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পরের দিন তাজেলের ভাই মো. জিয়ার বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুন সাত জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সজীব খান। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।
এদিকে, ২০০৭ সালের ১৪ অক্টোবর ঈদের দিন নালিতাবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রীকে (১২) ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন একই গ্রামের বখাটে যুবক আশরাফুল। এ ঘটনায় ১৭ অক্টোবর নালিতাবাড়ী থানায় আশরাফুলকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন ওই শিশুর বাবা। মামলার আসামি আশরাফুল পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।