প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রকাশ, ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেপ্তার
পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে প্রচার করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়।
জানা যায়, মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজানের বাড়ি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠী গ্রামে। তিনি নিজের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তা প্রশাসনকে জানানো হয়। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে—এ আশঙ্কা থেকে তিনি আত্মগোপন করেন। পরে পুলিশ ওই ইউনিয়নের ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১,২)/২৯(১,২)/ ৩১(১,২) ধারায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।