প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদলের ডাকা প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ছাত্রদল ও পুলিশের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশি বাধার মুখে ছাত্রদল নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল নেতাকর্মীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এরপর প্রেসক্লাবের ভেতরে ঢুকে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করলে মুখোমুখি এ সংঘর্ষ শুরু হয়।
এ সময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। দুপক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় প্রেসক্লাব প্রাঙ্গণে।
সকাল ১১টায় পূর্বঘোষিত ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা দলে দলে প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায়।
অন্যদিকে, ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা অবস্থান নেন।
পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে রোববার দুপুর ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং প্রেসক্লাব প্রাঙ্গণ শান্ত হয়।
সংঘর্ষে কোন পক্ষের কতজন আহত হয়েছে, তাৎক্ষণিক তা জানা যায়নি।