ফেনীতে মোবাইলের দোকানে চুরি, দুজন গ্রেপ্তার
মোবাইল চোরচক্র
ফেনীতে মোবাইলের দোকানে চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ফেনী ডিবি পুলিশ। গতকাল রোববার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থেকে টাকা ও মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মঈনুল ইসলাম।
মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্মার্টফোন ও ৬৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসব চোরদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলে জানান এএসপি মঈনুল।
গত ১৯ জুন সাকল সাড়ে ৮টার দিকে ফেনী শহরের বড় মসজিদ মার্কেটের মোবাইল মার্কেটের আয়শা টেলিকম নামের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দিনই সদর থানায় একটি মামলা করেন দোকান মালিক। মার্কেটের সিসিটিভি ফুটেজে এ চুরির ঘটনা ধরা পড়ে।
পরে ফুটেজের সূত্র ধরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার কারে। গ্রেপ্তারকৃত ওই তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লার মুরাদনগর বাসিন্দা রুবেল (২৮) ও মাসুদ রানাকে (৩১) গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে জানান, চুরির সময় তারা ৪৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোবাইলের মধ্যে ৪৩টিই বিক্রি হয়ে গেছে। বাকি দুইটি মোবাইল এখনও বিক্রি করা হয়নি। জব্দকৃত ৬৮ হাজার টাকা মোবাইল বিক্রির টাকার অংশ।
এই চক্রটি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্রগ্রামে মোবাইল চুরি করে থাকে। এ চক্রের সঙ্গে বিভিন্ন জেলার লোক জড়িত রয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অপর চোরদের আটকের অভিযান অব্যহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিস সুপার মইনুল ইসলাম।