বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শোষিত সমাজের আশা-আকাঙ্ক্ষাকে নষ্ট করা হয়েছে : পীযুষ বন্দ্যোপাধ্যায়
প্রখ্যাত অভিনেতা ও সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মতো নজির পৃথিবীর ইতিহাসে আর নেই। রাজনৈতিক হত্যা হয়েছে, ব্যক্তিগত কারণে হত্যা হয়েছে। কিন্তু, একটা বংশকে নির্বংশ করার করার মতো নারকীয় ও নির্মম ঘটনা ইতিহাসে এই প্রথম। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে সমাজতান্ত্রিক ও শোষিত সমাজের সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে নষ্ট করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ‘আগস্ট : শোকের মাস, ষড়যন্ত্রের মাস’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পীযুষ এসব কথা বলেন।
পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ও চেতনায় ধারণ করতে হলে অবশ্যই আমাদেরকে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতার দর্শনকে ধারণ করতে হবে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আজীবন ধর্মপ্রাণ ছিলেন, ধর্মভীরু ছিলেন। কিন্তু, আশ্চর্যরকমভাবে ধর্মনিরপেক্ষ ছিলেন।’
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ’৭৫-এর পরে অন্ধকার যুগে ছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ২১ বছর এদেশের মানুষ বঙ্গবন্ধুর নাম, জয়বাংলা স্লোগান মুখে নিতে পারেনি। সেই অন্ধকার সময়ে জাতি ছিল একটা ডুবতে যাওয়া জাহাজের মতো। সেই ডুবন্ত জাহাজটি টেনে তুলেছেন শেখ হাসিনা। সেই দেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান প্রমুখ।