বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয় : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশে বাংলাদেশের প্রতিটি মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে গোটা বিশ্বে ব্র্যান্ডিং করতে চাই। কিন্তু কোথাও বঙ্গবন্ধুর নামে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুর নামে কোনো ধরনের চাঁদাবাজি কাম্য নয়।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি একজন তরুণ। এ বিলবোর্ড স্থাপনে আয়োজকদের ৫০ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।
আবদুল মোমেন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। এটি অবশ্যই ভালো উদ্যোগ। টাইমস স্কয়ারের মতো একটি ঐতিহাসিক স্থানে বঙ্গবন্ধুর ছবি বিলবোর্ডে টানানো হবে। সারা বিশ্বের মানুষ এটি দেখবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে তারা নতুন করে চিনতে পারবে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশে বাংলাদেশের অর্জন তুলে ধরার উদ্যোগ নিয়েছি। আমরা ইকোনমিক ডিপ্লোমেসি প্রজেক্ট ও পাবলিক ডিপ্লোমেসি প্রজেক্ট নামে দুটি প্রকল্প নিয়েছি। এ দুটি প্রকল্পের মাধ্যমে বিদেশে বাংলাদেশের সাফল্যগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের এখন উপযুক্ত ও চমৎকার পরিবেশ বিরাজ করছে।