বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাকে রেখে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকার শীর্ষে রাখা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার নাম।
আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন। তৃণমূল পর্যায় থেকে যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এর বাইরে বেসামরিক গেজেটে আরও অনেক মুক্তিযোদ্ধার নামই রয়ে গেছে। এদের নাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অনুমোদন করেনি। ফলে এই তালিকা অপূর্ণাঙ্গই থাকছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তালিকায় মোট এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা স্থান পেয়েছেন। এর পাশাপাশি আজ ১৯১ জন শহীদ বুদ্ধিজীবী নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
এ সময় মন্ত্রী বলেন, যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার নাম পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।
মুক্তিযোদ্ধাদের এই তালিকায় বরিশালের ১২ হাজার ৫৬৩, চট্টগ্রামে ৩০ হাজার ৫৩, ঢাকায় ৩৭ হাজার ৪৮৭, ময়মনসিংহে ১০ হাজার ৫৮৮, খুলনায় ১৭ হাজার ৬৩০, রাজশাহীতে ১৩ হাজার ৮৮৯, রংপুরে ১৫ হাজার ১৫৮ এবং সিলেটে ১০ হাজার ২৬৪ জনের নাম রাখা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তার পরই রয়েছে স্বাধীন বাংলাদেশ সরকারের চার শীর্ষ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নাম।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সবকিছু যাচাই-বাছাই শেষে সবশেষ তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে।