বরিশালে অটোরিকশা ও ইজিবাইকচালকদের সড়ক অবরোধ
ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সদর রোডে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা আমরা মানব না। ঋণ করে বা ধার-কর্জ করে আমরা রিকশা বা ইজিবাইক কিনে তা চালিয়ে পরিবার নিয়ে আয়-রোজগার করে জীবিকা নির্বাহ করি। আমাদের পেটে লাথি মারতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ রাষ্ট্রের শত শত কোটি টাকা লোটপাটকারীদের নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছেন। তাই আমরা চাই নকশার আধুনিকায়ন ও নীতিমালা পরিবর্তন করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকচালকদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হোক।
এ সময় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা প্রত্যাহারেরও দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্যসচিব মণীষা চক্রবর্তী, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।