বরিশালে বজ্রাঘাতে শ্বশুর-জামাতার মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শ্বশুর ও জামাতার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তাঁর জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন জানান, ভোর রাতে ডিঙ্গি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। এ সময় আকস্মিক বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়। এর মধ্যে ভোররাতের দিকে নৌকায় শহীদ বিশ্বাসের ঝলসানো মরদেহ পায় জেলেরা। আর সকালে জেলেদের জালে আটকা পড়ে রাসেলের মরদেহ।
নৌ-পুলিশের ইনচার্জ মো. মারুফ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।