বরিশালে শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ভুয়া চিকিৎসকের নাম রাকিবুল ইসলাম। তার বাড়ি ঝালকাঠি পৌর এলাকার পেট্রল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়ি এলাকায়।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রোন পরে গলায় স্টেথিসকোপ ঝুলিয়ে ঘুরছিলেন রাকিব। তখন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকরা তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দেন। তাকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই ভুয়া চিকিৎসকের বিষয়ে। তার অন্য কোনো মতলব ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।