বাঁশখালীতে মাছের খামার থেকে দুই যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সীমান্তের লটমনি এলাকার একটি মাছের খামার থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মাছের খামারের পুকুর থেকে লাশদুটি উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুস সুবহানের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩২) এবং একই এলাকার লোকমান হাকিমের ছেলে রায়হান উদ্দিন আকাশ (২৩)।
জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে সাতকানিয়া-বাঁশখালী সীমান্তের লটমনি এলাকায খামার ভাড়া নিয়ে মাছচাষ করে আসছিলেন। ওই খামারে মাছ ধরার জন্য গত দুইদিন ধরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র দিয়ে সেচের কাজ করছিলেন শাহজাহান ও রায়হান। গতকাল বুধবার রাতের কোনো এক সময় সেচ যন্ত্রটিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই পুকুরে পড়ে যান।
আজ দুপুরে স্থানীয় লোকজন ওই খামারে দুজনের লাশ ভাসতে দেখে জনপ্রতিনিধিদের খবর দেন। পরে জনপ্রতিনিধিরা বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে জানায়। সাতকানিয়া থানার মাধ্যমে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করেন।
নিহত মোহাম্মদ শাহজাহানের বড় ভাই মোহাম্মদ মোস্তাক বলেন, ‘শাহজাহান কয়েক বছর ধরে কাঞ্চনা এলাকায় থাকতেন। গত তিনদিন আগে সকালবেলা বাড়িতে এসেছিল শাহজাহান। বিকেলে চলে যাওয়ার সময় মাছ ধরার কথা বলে প্রতিবেশী রায়হান উদ্দিনকে সঙ্গে করে নিয়ে যায়। আজ জোহরের পর শাহজাহানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শাহজাহান ও রায়হান দুজনেই মারা গেছে।
কাঞ্চনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘শাহজাহান বেশ কিছুদিন আগে আমার কৃষিকাজ ও ব্যবসা দেখাশোনা করতেন। বছর দুয়েক থেকে তিনি জলাশয় ভাড়া নিয়ে মাছের চাষ শুরু করেন। দুয়েক দিন আগ থেকে জলাশয় পানি সেচ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন শাহজাহানসহ দুজনের লাশ জলাশয়ের পানিতে ভাসতে দেখে খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বাঁশখালীর গুনাগরি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মাছ চাষের একটি প্রজেক্ট থেকে ভাসমান দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, সেচযন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান দুইজন। পরে সেখানে ডুবে দুজনের মৃত্যু হয়।’