বাগেরহাটে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ
বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার পার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সামনে দাউদখালী নদীতে এই দুই শিশু নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুরা হলো—আশ্রয়ণ প্রকল্পের মো. ওমর আলীর ছেলে আহাদ আলী (৮) এবং মো. বিল্লালের মেয়ে জান্নাত (৫)। শিশু দুটি সম্পর্কে খালাতো ভাইবোন হয়।
স্থানীয় ইউপি সদস্য আজাহার হোসেন টুকু বলেন, ‘নিখোঁজ দুই শিশুর ঘর নদীর পাশেই। প্রতিদিনের মতো শিশু দুটি নদীর পাড়ে খেলছিল। সন্ধ্যার দিকে হঠাৎ করে জান্নাত নদীতে পড়ে যায়। জান্নাতকে উঠাতে গিয়ে আহাদও নিখোঁজ হয়। এখন পর্যন্ত দুই শিশুকে খুঁজে পাওয়া যায়নি।’
ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা তাদের জানিয়েছি। আমরা সবাই মিলে শিশুদের তল্লাশি করছি।’
কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার।