বাঞ্ছারামপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ : গুলিতে ছাত্রদলনেতা মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে ছাত্রদলনেতা নয়ন মিয়া নিহত হয়েছেন। ছাত্রদল নেতাকর্মীদের দাবি, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল।
আজ শনিবার বিকেলে উপজেলার পৌর শহেরর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন হত্যার প্রতিবাদে জেলার সব উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদল শাখার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী। আগামীকাল রোববার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানায়, বিকেলে বিএনপি কর্মীরা আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় সমাবেশ সফল করতে মোল্লা বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের ওপর গুলি ছুঁড়লে সোনারামপুর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হয় ও পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এদিকে, নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, ‘লিফলেট বিতরণের সময় পুলিশ অতর্কিত হামলা করে নেতাকর্মীদের হতাহত করেছে। যে পুলিশ নয়নকে হত্যা করেছে, তার নাম সংগ্রহ করে আদালতের মাধ্যমে মামলা করা হবে। এ ছাড়াও আগামীকাল রোববার নয়ন হত্যার প্রতিবাদে জেলার সব উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদল ইউনিটের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘লিফলেট বিতরণকালে পুলিশ বিনা কারণে নয়নকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। যার গুলিতে নিহত হয়েছে, অবিলম্বে তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক। যদি আইন থাকে, তাহলে অবশ্যই বিচার করতে হবে। অন্যথায়, আমরা মনে করব দেশে আইনের শাসন নেই।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বিনা অনুমতিতে মিছিল করে পরিস্থিতি ঘোলাটে করছিল। আমরা মিছিল শেষ করার কথা বললে তারা পুলিশের ওপর চড়াও হন। থানায় এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে আমরা এক রাউন্ড ফাঁকা গুলি করেছি। থানায় হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুনেছি নয়ন মিয়া নামে একজন মারা গেছেন।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ‘এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’