বানিয়াচংয়ে সরকারি খাল নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সরকারি খাল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন করচা গ্রামের আবদুল মতিনের ছেলে মামুন মিয়া (৩২)।
পুলিশ জানায়, করচা গ্রামের মামুন মিয়া ও ইকবাল মিয়ার মধ্যে সরকারি খাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার রাতে প্রতিপক্ষের হামলায় মামুন মিয়া ও তাঁর ভাই আবদুল কাইয়ুম আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার পর মামুন মিয়া মারা যান।
নিহতের বোন রিনা খানম জানান, জমি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার স্থানীয় ইমামবাড়ি বাজার ফেরার পথে হামলা চালিয়েছে ইকবাল ও তাঁর লোকজন। ‘হামলায় আমার ভাই মারা গেছেন।’
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, তাদের বাড়ির পাশে একটি সরকারি খাল রয়েছে। এটির দখল নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে হামলায় মামুন মারা যান।