বান্দরবানে আতঙ্কে সীমান্তবাসী, থেমে থেমে গুলির শব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি। আজ রোববার সকালেও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে সীমান্ত অঞ্চলে। গতকাল শনিবার মধ্যরাতেও গোলাগুলি এবং মর্টারশেল নিক্ষেপের শব্দ শোনা গেছে ঘুমধুম সীমান্তের ওপারে।
গতকাল শনিবার মিয়ানমারের দুটি যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার বাংলাদেশ সীমান্তের আকাশসীমায় প্রবেশ করে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রেজু-আমতলী বিওপির আওতাধীন সীমান্তের ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলার এলাকায় গুলিবর্ষণের ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
এ ঘটনায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সীমান্ত এলাকায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ি, রেজু-আমতলী এবং আষাঢ়তলী সীমান্ত এলাকাগুলোতে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ঘুমধুম-তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের পাহাড়ি এলাকায় অবস্থানরত মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যদের সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর সংঘাত চলছে। গতকাল শনিবার মধ্য রাত পর্যন্ত বিকট শব্দে কামানের গোলা নিক্ষেপ এবং থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনা এখনও কাটেনি। সীমান্তবাসীদের আতঙ্কিত না হতে বলা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় সতর্কবস্থায় রয়েছে বিজিবি।