বাস ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক চলছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ-বাস মালিক সমিতির বৈঠক চলছে। আজ শনিবার বিকেল ৫টার পর গণপরিবহণ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিআরটিএ অডিটরিয়ামে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। উপস্থিত আছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পরিবহণ মালিক ও শ্রমিক নেতারা। বিআরটিএর সহকারী পরিচালক (প্রশাসন) রিয়াজুর রহমান বলেন, এই বৈঠকেই গণপরিবহণের ভাড়া বাড়ানো সংক্রান্ত আলোচনা হবে।
সূত্র মতে, বিআরটিএ সিটি সার্ভিসে ১৩ শতাংশ, দূরপাল্লায় ১৬ শতাংশ, লঞ্চে ২০ শতাংশ ভাড়া বাড়তে চাচ্ছে। কিন্তু পরিবহণ মালিক সমিতির দাবি সার্বিক ব্যয় বৃদ্ধি বিবেচনায় নিয়ে ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি।