বিএনপির সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, স্বেচ্ছাসেবকদলের নেতা আটক
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের মধ্যচাঁদকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
এদিকে, বিএনপির ওই সমাবেশ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করেছে পুলিশ।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, আজ শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ। ওই সময় পুলিশ সমাবেশ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে।
পরে পুলিশ পাহারায় বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিনকে দলীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। হামলায় বিএনপির ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়।
বিএনপির নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এম এ মান্নান লাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ ১১ জন।
সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, ‘সারা বাংলাদেশে বিরোধীদলের ওপরে আওয়ামী লীগের নির্যাতন, ঈদের নামাজে অংশগ্রহণ করতে না দেওয়ার বিরুদ্ধে ছিল আজকের কর্মসূচি। ওরা আজও ওদের চেহারা দেখিয়ে দিয়েছে। ওরা স্বৈরাচারী দল, বিরোধী কোনো মতকে তারা সহ্য করতে পারে না। আজ ঝালকাঠিতে যে ঘটনা ঘটল, তা অত্যন্ত দুঃখজনক। এখানে আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চুকে আটক করা হয়েছে। একটি শান্তিপূর্ণ সভা তারা করতে দেয়নি।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পরিস্থিতি সামাল দিতে একজনকে আটক করা হয়েছে। দুপক্ষকেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।