বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার (২২ মার্চ) বিকেলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে ঢাকা মহানগর উত্তরের ২৪, ২৫ (পূর্ব), ২৫ (পশ্চিম), ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
বিএনপিনেতাদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম বলেছেন—নির্বাচনে যাবেন না, আবার নির্বাচন করতেও দেবেন না। তাহলে কীভাবে ক্ষমতায় যেতে চান? আপনারা কি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চান? এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। সংবিধান মানবেন না, জনগণ মানবেন না, এভাবে আজগুবি কথা বলবেন না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশকে আলোকিত রাখতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। এদেশের জনগণ আর কোনোদিন ভুল করবে না। তারা আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন।’
ঢাকা মহানগর উত্তরের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এছাড়া বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন প্রমুখ।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘ধিক্কার জানাই বিএনপিকে যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত ও আপস করে তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছিল। বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে ওরা এবার যুদ্ধাপরাধীদের ছেড়ে দেবে মুক্তিযোদ্ধাদের ওপর চড়াও হওয়ার জন্য।’