বিচারে যাচ্ছে কনক সরোয়ারের বোনের দুই মামলা
মাদকদ্রব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সেই অভিযোগপত্র আমলে নিয়ে মামলা বিচারের জন্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
আজ সোমবার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক(এসআই) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ৩০ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য আইনের মামলায় ও গত ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’
গত বছরের ৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
পরে ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার তিন দিন এবং মাদক মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
পরে দুই মামলায় ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রাকার জামিন নামঞ্জুর করেন। গত ৮ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় নুসরাত শাহরিন রাকা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১৪ মার্চ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।