বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম ওমর ফারুক। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলার আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
পরিদর্শক বলেন, দুপুরে নিজ বাড়িতে গ্রিলের দরজা লাগানোর কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।