‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় সুফল নেই’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় জনগণ সুফল পাচ্ছে না। তারপরও আমরা আশা করছি, ট্যারিফ কমিশন পুরো বিষয়টি যাচাই করে দেখবে।’
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
শিগগিরই সয়াবিন তেলের দাম আরেক দফায় সমন্বয় করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিগগিরই ট্যারিফ কমিশন বসবে। ব্যবসায়ীরাও দাবি দিয়েছেন। সেটা যৌক্তিক, সে আলোচনা করা হবে। এক সপ্তাহের মধ্যেই ট্যারিফ কমিশন বসবে।’