বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও একজন মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বরগুনা থেকে আসা মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মারা যাওয়া মুসল্লি মফিজুল ইসলাম বরগুনার আব্দুল আলীম রানার ছেলে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। সকালে ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।’
এ নিয়ে এখন পর্যন্ত এবারের ইজতেমায় দুই পর্বে নয় জন মুসল্লির মৃত্যু হয়েছে। তার মধ্যে প্রথম পর্বে আট জন এবং দ্বিতীয় পর্বে একজন মারা যান। অধিকাংশ মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে।