বিশ্ব নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জ পুলিশের শোভাযাত্রা
বিশ্ব নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে গোপালগঞ্জ জেলা পুলিশ। গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা শুক্রবার (১০ মার্চ) সকালে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পুলিশ লাইনসে এসে শেষে শেষ হয়।
পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
নারী দিবসের আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার নাহিদ ফেরদৌসী, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানি, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।