‘বুলবুলে’র কারণে সুন্দরবনে রাসমেলা বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় খুলনা জেলা ও বিভাগীয় প্রশাসন আজ শুক্রবার বিকেলে দুটি প্রস্তুতিমূলক সভা করেছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ১০, ১১ ও ১৩ নভেম্বর তিন দিনব্যাপী সুন্দরবনের ভেতরে বঙ্গোপসাগর তীরে অনুষ্ঠিতব্য রাসমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় সুন্দরবন ট্যুর মালিক সমিতির সভাপতি মঈন জমাদ্দার জানান, রাসমেলা অংশ নেওয়ার জন্য এরইমধ্যে ৩০ নৌযান সুন্দরবনের মধ্যে নিরাপদ আশ্রয় নিয়েছে। তবে জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী নতুন করে কোনো নৌযান রাসমেলার উদ্দেশে ছেড়ে যাচ্ছে না।
সভায় সংশ্লিষ্ট সব সরকারি অফিসের ছুটি বাতিল এবং স্টেশন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুলনা জেলায় মোট ৩৪৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় আজ বিকেলে থেকে মাইকিং করা হচ্ছে। সেইসঙ্গে স্থানীয় মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
এদিকে খুলনায় ভৈরব রূপসা নদীতে বিভিন্ন নৌযান নিরাপত্তার কারণে নোঙ্গর করে রয়েছে।
স্থানীয়রা জানান, নদীতে জোয়ার-ভাটার তীব্রতা বৃদ্ধি পেয়েছে।