বেনাপোলে মাছের ট্রাকে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার ৩
যশোরে ভারত থেকে আমদানিকৃত মাছের ট্রাকে ডাকাতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাভারণ পুরাতন বাজার এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, ঢাকাগামী মাছভর্তি ট্রাকটি উল্লেখিত স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক ট্রাকটির গতিরোধ করে ডাকাতি করে। এ সময় হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শার্শা উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা (২০), জনি হোসেন (২২) ও বুরুজবাগান গ্রামের মেহেদী হাসান (১৮)।
ডাকাতির ঘটনায় ওই ট্রাকের হেলপার শরিফুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি মামলা করে। গ্রেপ্তারকৃতদের রাতেই ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে।