বরিশালে ছাত্রলীগের মিছিল, বিএনপির ব্যানার, ফেস্টুন ভাঙচুর
বরিশালে মিছিল করেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে তারা নগরীতে মিছিল করে। এ সময় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে করা নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
বিএনপির নেতাকর্মীদের দাবি, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেছে।
আজ দুপুরে বরিশাল নগরীর জিলা স্কুলের মোড়ে সমাবেশ উপলক্ষে বিএনপির নেতাদের করা তিনটি ব্যানার ভাঙচুর করে ছিঁড়ে ফেলা হয়।
ছাত্রদলকর্মী মো. রাহাত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এসে আমাদের নেতাদের ব্যানার ভেঙে তা ছিঁড়ে ফেলে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা করছে। আমাদের ব্যানার-পোস্টার ভাঙচুর ও ছিড়ে ফেলা হচ্ছে।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাস-লঞ্চ বন্ধ করে আমাদের নেতাকর্মীদের আটকে রাখা সম্ভব নয়। হাজার হাজার নেতাকর্মী এমনিতেই বরিশাল নগরীতে অবস্থান নিয়েছে। সমাবেশস্থলেও অবস্থান নিয়েছে হাজার হাজার নেতাকর্মী। জনগণের এই আন্দোলনে বাধা দেওয়ার ক্ষমতা সরকারের নেই।
মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, বিএনপি সমাবেশের নামে শান্তির নগরী বরিশালে নৈরাজ্যের সৃষ্টি করছে। আর তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।