ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি, সুগন্ধাতীরে মানববন্ধন
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদীতীরেই মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার মগড় ইউনিয়নে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন অংশ নিয়ে ক্ষতিগ্রস্তরা জানায়, ৫০ বছর ধরে মগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মগর এলাকায় সুগন্ধা নদী ভাঙছে। বর্ষা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়েছে। ভাঙনে ইতিমধ্যেই ৪০০ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরও ৬০০ বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, সাইক্লোন শেল্টারসহ ফসলি জমি ও স্থাপনা ভাঙনের হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, ক্ষতিগ্রস্ত সোহাগ হাওলাদার, শিক্ষক সাহানাজ আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বাসদ নেত্রী ডা. মণীষা চক্রবর্তী বলেন, ‘শুধু একটি পদ্মা সেতুই সব উন্নয়ন নয়। মগড় ইউনিয়নের মানুষ নদী ভাঙনের দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমতে পারে না।’ কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘ বছর ধরে এ অবস্থা সৃষ্টি হয়েছে, তাই নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।