ভারত থেকে পুলিশের জন্য এলো প্রশিক্ষণপ্রাপ্ত ৬ ঘোড়া
বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ঘোড়াগুলো গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
গত ৩ নভেম্বর আরও ছয়টি ঘোড়া পুলিশের জন্য আমদানি করা হয়েছিল এ বন্দর দিয়ে। বাংলাদেশ পুলিশ ঘোড়াগুলো আমদানি করে।
ঘোড়াগুলোর রপ্তানিকারক ভারতের বিধাতা সাপ্লাইয়ার। ৬২ হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয় ঘোড়াগুলো।
আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হয়েছে। দিল্লি থেকে চারটি অ্যাম্বুলেন্সে করে ঘোড়াগুলো গতকাল রাতে পৌঁছায় বেনাপোল বন্দরে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. মনিরুজ্জামান জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো বন্দর থেকে দ্রুত খালাস করতে অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, আমদানি করা ঘোড়াগুলো বন্দর থেকে গ্রহণ করা হয়েছে। আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হয়েছে।