ভোলায় পৃথক অভিযানে আটক ৭
ভোলায় বিভিন্ন অপরাধে সাতজনকে আটকের দাবি করেছে পুলিশ। সদর মডেল থানা, লালমোহন ও চরফ্যাশন থানার পৃথক অভিযানে তাঁদেরকে আটক করা হয়। অভিযানগুলো থেকে একটি দেশীয় পাইপের তৈরি সুটার গান, তিন রাউন্ড গুলি, গাড়ি ও গরু জব্দ করা হয়।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে ভোলার লালমোহন থানা পুলিশ উপজেলার দলীগৌর নগর এলাকায় অভিযান চালায়। অভিযানে দেলোয়ার হোসেন নসু (৪৮) নামে একজনকে আটক কার হয়। পরে তার দেওয়া তথ্যমতে দেশীয় পাইপ দিয়ে তৈরি ওয়ানসুটার গান এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ছাড়া বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি ও কোরবানির গরুসহ মো. রাসেল ও মো. নাইম নামে দুজনকে আটক করে। তারা পেশায় চোর বলে দাবি পুলিশের।
অন্যদিকে, চরফ্যাশনে দুজন এবং ভোলা সদর মডেল থানা পুলিশ দুজনকে আটক করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন ও লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।