ভৈরবে এতিম-বিধবা নারীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে এতিম ও বিধবা নারীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটির অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের সহযোগিতায় এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
শহরের চণ্ডিবের দক্ষিণ পাড়াস্থ হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির শিশু সদনের (এতিমখানা) শিক্ষার্থী ও তাঁদের মায়েদের মধ্যে এসব ইফতারসমগ্রী বিতরণ করা হয়। এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
এ সময় উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির বাংলাদেশের পরিচালক ডা. আমিন হাফিজ ওমর, পৌর কাউন্সিলর হাজি মো. মনির হোসেন, হাজি আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, ম্যানেজার মোজাহিদুল হক শুভ, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু প্রমুখ।
আজ প্রথম পর্যায়ে এতিম পরিবারের প্রত্যেককে চাল ২৫ কেজি, তেল পাঁচ লিটার, খেজুর এক কেজি, ছোলা তিন কেজি, মশুরডাল তিন কেজি, চিনি দুই কেজি, পেঁয়াজ দুই কেজি, লবণ এক কেজি করে মোট ৪২ কেজির ইফতার সামগ্রী বিতরণ করা হয়।