ভৈরবে গাঁজাসহ মাদক কারবারি আটক
কিশোরগঞ্জের ভৈরবে ৪৫ কেজি গাঁজাসহ হাসান মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মেঘনা সিএনজি স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামে। র্যাব জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ পরিবহণের মিনিট্রাক থামানো হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা হয় ট্রাকটিতে থাকা মাছ রাখার ২৪টি ড্রাম ও মিনি ট্রাকটিও। আটক করা হয় ট্রাকচালক হাসান মিয়াকে।
র্যাব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, হাসানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দা অবলম্বন করে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছেন।
জব্দ করা মাদকদ্রব্য ও আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।