ভৈরবে ন্যাশনাল পোর্টাল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে ভার্চুয়ালি ওই কর্মশালার উদ্বোধন করেন এটুআই প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় উপজেলা পর্যায়ের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় ন্যাশনাল পোর্টাল পরিচালনা, বিভিন্ন তথ্য আদান-প্রদান, আপলোড, ডাউনলোড করা, তথ্য সংযোগ, পোর্টাল ব্যবহার করে যোগাযোগ স্থাপন-ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, এটুআই-এর সহকারী প্রোগ্রামার জান্নাতুল নাঈম ও ভৈরব আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মহিবুর রহমান খান।