ভৈরবে ফেনসিডিল, গাঁজাসহ দুই ব্যক্তি আটক
কিশোরগঞ্জের ভৈরবে ৬৬৭ বোতল ফেনসিডিল ও ১৫৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শাহাদাৎ ও উজ্জ্বল নামের দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার দিবাগত ভোর রাতে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য জব্দসহ তাদের আটক করা হয় বলে জানায় র্যাব।
আটক হওয়া শাহাদাৎ ও উজ্জ্বলের বাড়ি আমলাপাড়ায়।
ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রফি উদ্দীন মোহাম্মদ যোবায়ের আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদাৎ মিয়ার বাড়ি থেকে ৬৬৭ বোতল ফেনসিডিল ও ১০২ কেজি গাঁজা জব্দ এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অপর অভিযানে উজ্জ্বল ওরফে বাঘার বাড়ি থেকে ৫৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা ও ফেনসিডিল মজুদ করে ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।