ভৈরবে বিএনপির কম্বল বিতরণ, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
‘জনগণের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনে আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। আপনাদের দোয়া আর সহযোগিতা থাকলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
কিশোরগঞ্জের ভৈরবের কমলপুরে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বিএনপির কার্যালয় চত্বরে শীতার্ত ও দরিদ্র সহস্রাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণকালে মো. শরীফুল আলম এসব কথা বলেন।
মো. শরীফুল আলম বলেন, ‘এই সরকার সবদিক থেকে ব্যর্থ। এ সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। একদিকে নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের দফায় দফায় দাম বৃদ্ধির কারণে জনগণের নাভিশ্বাস। অন্যদিকে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানানোর পাঁয়তারা। দিনের ভোট রাতে দিয়ে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা-হামলা। কথায় কথায় মামলা, কথায় হামলা-এই অবৈধ সরকারের মূল শক্তি।’
মো. শরীফুল আলম উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘জনগণের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনে আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। আপনাদের দোয়া আর সহযোগিতা থাকলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না।’
উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।