মক্কার আদলে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে : শামীম ওসমান
মক্কার আদলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হবে নারায়ণগঞ্জে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ও শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ পরিদর্শন শেষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শামীম ওসমান এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিকদের আরও জানান, গত কয়েক বছরের তুলনায় এবার মক্কার আদলে সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের সবচাইতে সুন্দর ঈদের জামাত হবে। দেড় লাখ স্কয়ার ফিট জায়গার মধ্যে প্রায় দেড় থেকে দুই লাখ মুসল্লি এখানে নামাজে অংশগ্রহণ করতে পারবেন।
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মিলে পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হচ্ছে। মক্কার আদলে সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। গত কয়েক বছর ধরেই এই আয়োজন করা হচ্ছে। তবে করোনা মহামারির সময়ে এই ঈদের জামাতের আয়োজন বন্ধ ছিল। এবছর থেকে আবার নতুন করে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
অপরদিকে, কেন্দ্রীয় ঈদগাহ ও শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মিলে এই ঈদের জামাতে দেড় লাখ মুসল্লি অংশগ্রহণ করতে পারবে জানিয়ে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ঝড় বৃষ্টি মোকাবিলায় ইতোমধ্যে আধুনিকভাবে প্যানাফলেক্সের স্টিল স্ট্রাকচার নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঈদ জামাতের আগে পুরোপুরি কাজ শেষ করা হবে।
অন্যতম আয়োজক বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আরও বলেন, ঝড় বৃষ্টি ও গরমের কথা চিন্তা করে ঈদের জামাতস্থলে মুসল্লিদের শান্তি দেওয়ার জন্য ৩০০ ফ্রেন্ড থাক, কার্পেট এবং খুতবা দেওয়ার সময় ইমাম সাহেবকে যেন সবাই দেখতে পারেন সেজন্য বিশাল আকারের ছয়টি এলইডি স্ক্রিন রাখা হয়েছে। তবে নামাজের সময় এলইডি স্ক্রিন বন্ধ রাখা হবে। নামাজ শেষে খুতবার সময় এলইডি স্ক্রিন আবার চালু করে দেওয়া হবে। ঈদের জামাত শুরু হবে সকাল ৮টায়। যদি মানুষ বেশি হয় তাহলে দ্বিতীয় জামাতের আয়োজন করা হবে।