মগবাজার ফ্লাইওভারে ইটবোঝাই ট্রাকের ধাক্কা, আহত ৩
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে থেকে নামার সময় ইট বহনকারী একটি ট্রাক ব্রেক ফেল করে। এতে ট্রাকটির সামনে থাকা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। মাইক্রোবাসটি সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস, প্রাইভেটকার ও একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা দুই যাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।
এনামুল হক বলেন, কোনোভাবে ফ্লাইওভারের ঢাল থেকে নামার সময় ইট বোঝাই একটি ট্রাক ব্রেক ফেল করে। পরে ট্রাকটি মাইক্রোবাস, প্রাইভেটকার ও সিএনজিতে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন আহত হয়। তবে, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এনামুল হক আরও বলেন, এ ঘটনার পর ট্রাকচালক ও চালকের সহকারী পালিয়েছেন। তবে, ট্রাকটি আমরা জব্দ করেছি। আর দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনগুলো রাস্তা থেকে সরানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে, অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।