মাটি খননকালে কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের মূর্তির সন্ধান
রাস্তা নির্মাণে মাটি খননকালে কষ্টিপাথরের তৈরি একটি রাধাকৃষ্ণের মূর্তির সন্ধান মিলেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বলই-মোল্লাবাড়ি কবরস্থান রাস্তা নির্মাণে ভেকু দিয়ে মাটি খননকালে ওই মূর্তি পাওয়া যায়। কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক ওজন ২৫ কেজি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নতুন রাস্তার নির্মাণ কাজের ঠিকাদার হচ্ছেন আউটশাহী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক সিকদার। তার অধীনে ১০ জন শ্রমিক ভেকু দিয়ে মাটি খনন করছিল। এ সময় হঠাৎ করে ভেকুতে কষ্টিপাথরের মূর্তি উঠে আসে। শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে ঠিকাদার রফিক সেখানে ছুটে যান। পরে তিনি টঙ্গীবাড়ি থানা পুলিশকে খবর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, সন্ধান পাওয়া কষ্টি পাথরের মূর্তির ওজন হবে কমপক্ষে ২৫ কেজি। স্থানীয়রা এটি রাধাকৃষ্ণের মূর্তি বলে জানিয়েছে। মূর্তিটি আপাতত জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারিতে জমা হবে। পরে প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।