মাদারীপুরে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ
দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) মাদারীপুরের টেকেরহাট শাখা। আজ বুধবার সকাল ১১টায় কোডেক টেকেরহাট শাখা কার্যালয়ে কয়েকশ শীতার্ত ব্যক্তিকে কম্বল দেওয়া হয়।
এ সময় কোডেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে দুস্থদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে দেড় শতাধিক মহিলাকে কম্বল দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ গোলাম মওলা। সভায় সভাপতিত্ব করেন কোডেকের উপসহকারী পরিচালক রাশেদুর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম, সমাজসেবক ও প্রধান শিক্ষক আব্দুস সবুর মিয়া, কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার মো. নাজমুল হক, ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান ও টেকেরহাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
এ সময় গরিব ও অসহায় মানুষ কম্বল পেয়ে খুশি হয়। আগামীতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।