মানিকগঞ্জে আছে প্রতিবন্ধী শিশু রহিম, খুঁজছে বাবা-মাকে
মানিকগঞ্জের ঘিওরে এক মানসিক প্রতিবন্ধী শিশুর সন্ধান মিলেছে। শিশুটির বয়স ১২ বছর। শিশুটি জানিয়েছে, তার নাম রহিম। সে কেবল নিজের নামটি আর ‘আব্বা’, ‘আম্মা’ ছাড়া কিছুই বলতে পারে না।
গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার ঠাকুরকান্দি গ্রামে ছেলেটির কান্না দেখে স্থানীয় লোকজন ছেলেটির পরিচয় জানতে চায়। কিন্তু নিজের নাম ছাড়া আর কোনো তথ্যই সে দিতে পারেনি। এক পর্যায়ে ছেলেটির সঠিক পরিচয় না পাওয়ায় তাকে ঘিওর থানায় পুলিশের হেফাজতে দেওয়া হয়।
পরবর্তীতে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘিওর উপজেলার সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নানের কাছে প্রতিবন্ধী ছেলেটিকে হস্তান্তর করেন।
রহিম বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এদিকে ঘিওর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘অজ্ঞাত পরিচয়ের এই ছেলেটি বর্তমানে একটি প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে আছে এবং ভালই আছে।’ ছেলেটির বাবা মাকে খুঁজে পাওয়ার জন্য সকলের কাছে মানবিক সহযোগিতাও চেয়েছেন তিনি। ছেলেটিকে পেতে যোগাযোগ করতে তাঁর (সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল মান্নান মোবাইল নম্বর- ০১৭১৮২৫৭০৬৪) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।