মানিকগঞ্জে করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন তিনজন এবং উপসর্গে পাঁচজন। নতুন করে জেলায় ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১৯ দশমিক ৮৭ শতাংশ।
আজ রোববার দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে পাঁচজন। এই হাসপাতালে গত পাঁচদিনে করোনা ও উপসর্গে মারা গেছে মোট ৪৪ জন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৮জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫৯জন।’
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৭৭০টি নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৬৪ জন, ঘিওর উপজেলার ২৯ জন, সাটুরিয়ার ২৮ জন, হরিরামপুরের ১৩ জন, শিবালয়ের ১০ জন এবং দৌলতপুর উপজেলার নয়জন। তবে সিংগাইর উপজেলার কেউ নতুন করে আক্রান্ত হননি।’
ডা. রফিকুন নাহার আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩৫ হাজার ২৮১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩০৩জন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০২ জন।