মানিকগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের দায়ে চারজনের জরিমানা
মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি ঘাট এলাকায় নদী থেকে বলগেট দিয়ে বালু উত্তোলনের দায়ে চারজনকে দুই লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন বরুন্ডী এলাকার বাসিন্দা মনির হোসেন, আক্কাস আলী, সেকেন্দার মৃধা ও আবু সাঈদ।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বরুন্ডী এলাকায় নৌকা যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় বেশ কিছু অবৈধ বালু উত্তোলনের নৌকা দেখতে পাই। আমাদের অভিযানের খবর পেয়ে অনেকেই আগেই সরে গেছে। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের সময় জনবল কম থাকায় খুব কম সংখ্যক অসাধু ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই। এ সময় নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনের দেড় শতাধিক নৌকা রয়েছে। জনস্বার্থে এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।