মামুনুল হককে দাওয়াত দিয়ে ‘ধন্য’ নিক্সন চৌধুরী
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মামুনুল হককে উদ্দেশ্য করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আপনি বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে কথা বলেছেন, এজন্য আমি সব ভুলে গেছি। আমিও আপনাকে সম্মান দেব।’
নিক্সন চৌধুরী বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি আছে। আপনি হেফাজতের একজন জাতীয় নেতা ও একজন মাওলানা। আপনি আমার নেতা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করেছিলেন, তাই আমিও আপনাকে নিয়ে কথা বলেছি। রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নাই।’
গতকাল সোমবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
‘আপনি ধর্মের শিক্ষা দেন, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে’ উল্লেখ করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি ফরিদপুরে একটি ওয়াজে এসে বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে কথা বলেছেন। আমি আপনাকে তিন থানার জনগণ নিয়ে সম্মান দেব।’
মাওলানা মামুনুল হকের দাওয়াত খেতে আসার প্রসঙ্গ তুলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘মানুষ চলার পথে ভুল করতে পারে, যখন বঙ্গবন্ধুকে সম্মান করেছেন, আমি সব ভুলে গিয়েছি। আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে চেয়েছেন। আপনিসহ যতো মাওলানা আছে আসেন, আমি দাওয়াত গ্রহণ করলাম। আমি আপনার মতো একজন ধর্মগুরুকে দাওয়াত করে আনতে পারলে এই তিন থানার জনগণ ও আমি নিজেকে ধন্য মনে করব। আপনি কবে আসবেন, আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনাকে আমার বাড়ি একবার নয়, শতবার আনতে পারলে নিজেকে ধন্য মনে করব।’
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীকে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল হক ভোলা মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজি হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।