মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ
রাজধানীর মালিবাগ রেলগেটে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শামীম এনটিভি অনলাইনকে জানান, বুধবার রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়।
ডিউটি অফিসার আরও বলেন, ‘সোহাগ পরিবহণের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে, সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হয়নি।’
এদিকে, ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে চলে গিয়েছে তারা।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, সোহাগ পরিবহণের বাসকে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। তবে, এতে কেউ আহত বা নিহত হয়নি। বাসটি খানিকটা দুমড়েমুচড়ে গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলে লাইন ক্লিয়ার হয়ে গেলে ট্রেন চলাচল আবার শুরু হবে।