মিরপুর, মোহাম্মদপুরসহ বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন
রাজধানীর মিরপুরের কিছু এলাকা, লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের অনেক এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে। গ্যাসের লাইন ঠিক করার কাজ চলমান থাকায় এ সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে।
লাইন মেরামতের কাজ সম্পন্ন হয়ে পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।
রাজধানীর আমিন বাজার এলাকায় সড়কের কাজের সময় মাটির গভীরে একটি পাইপ ফেটে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। সে কারণে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ খুব কম। কোনো কোনো এলাকায় গ্যাস পুরোপুরিই নেই।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র থেকে জানা গেছে, রাজধানীর আমিনবাজার এলাকায় মাটির গভীরে একটি পাইপ ফেটে যায়। সোমবার মধ্য রাতে এই লিকেজ হয়। লিকেজের ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার সকাল থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে।