মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—নাটোরের হাফিজুর রহমান (৩৬) ও আরিফুল (৩৫)।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল জানান, দুজন মোটরসাইকেলে করে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এ সময় একজন ঘটনাস্থলেই মারা যান। অপর জনের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।