মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানচালকের নাম আব্দুল মোতালেব (৫০)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পাইপুরা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম বলেন, ‘ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা মা ফিলিং স্টেশনের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অজ্ঞাতনামা গাড়িতে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের ব্যক্তির মরদেহ ও কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।