মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে তালা
মুন্সীগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ছাত্রলীগ নেতাকর্মীদের দিকে। যদিও বিএনপির কার্যালয়ে তখন কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
আজ শনিবার সন্ধ্যার দিকে থানারপুল এলাকার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ে প্রধান ফটকে এ তালা দেওয়া হয়। এ ঘটনার পর থেকে সদর ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান করছে।
দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ও বিএনপির নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়েছে বলে দাবি বিএনপির।
জেলা বিএনপির কার্যালয়ের অফিস সহকারি মো. দেলোয়ার হোসেন দেলু বলেন, ‘বিকেল দিকে পার্টি অফিসে খুলতে যাই। গিয়ে দেখি পার্টি অফিসের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে। পরে আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যার পরে গিয়ে দেখি অফিস তালা দেওয়া।’
মুন্সীগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বাবুল বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা খবর পেয়েছি মুন্সীগঞ্জ পার্টি অফিসে তালা দিয়েছে। শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তালা দিয়েছে, পুলিশও সেখানে গিয়েছে।’
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ বলেন, ‘ওটা কি আমাদের পার্টি অফিস যে আমরা তালা দেব বা খুলব? এটাও বিএনপির অপপ্রচার। তাদের নিজেরা মিডিয়াবাজি করার জন্য আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুজ্জামান বলেন, ‘এই ঘটনাটি শুনছি। তবে, এ বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীরা আমাদের কাছে অভিযোগ করেনি।’