মেধাবী শিক্ষার্থীরাই পার্বত্য চট্টগ্রামকে সম্পদশালী করবে : পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ের আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন পার্বত্য চট্টগ্রামকে সম্পদশালী করবে। বিভিন্ন সেক্টরে কৃতিত্বের স্বাক্ষর রেখে পাহাড়কে আলোকিত করে তুলবে। শিক্ষাসহ সর্বক্ষেত্রে আগের মতো আর পিছিয়ে নেই পাহাড়ের মানুষ। সব ক্ষেত্রেই এগিয়েছে।
বান্দরবানের অরুণ সারকী টাউনহল মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। বান্দরবানে শিক্ষার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী আরও বলেন, ‘এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিরা নিতে পারেন। যারা অন্তত দুজন করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে পারেন। একটা সময় বান্দরবান জেলায় দুটি কলেজ ছিল, আর এখন ১৪টি কলেজ হয়েছে। পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি আরও বাড়ানো হবে।’
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার চৌধুরী, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ফজলুর রহমান, পুলিশ সুপার মো. শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, রাঙামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী তৃষিত চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী আবুবিন মো. ইয়াছির আরাফাত জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলায় কলেজ পর্যায়ে ৩০৩ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ২ কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার পর থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।