মোংলায় গৃহিণীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহিণীকে শ্লীলতাহানিসহ ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে থানায়। আজ বুধবার বিকেলে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গৃহিণী।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পূজার কনসার্ট দেখে বাড়ি ফেরার পথে ওই গৃহিণীর পথরোধ করে জামা-কাপড় ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে চার যুবক।
অভিযোগে ওই গৃহিণী উল্লেখ করেন, তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার হুমায়ুন ঢালী (৪৫), মুসফিকুর রহমান (২৮), বুলবুল শেখ (৩০) ও আবুল হোসেন ঢালী (৪৫)। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন তারা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওই নারী চটেরহাট পূজা মন্দির চত্বরে আয়োজিত কনসার্ট দেখে বাড়ি ফিরছিলেন। পথে ঢালীরখণ্ড ব্রিজে কাছে পৌঁছালে ওই চার যুবক তার পথরোধ করে কাপড়চোপড় টেনে ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। পরে তার চিৎকারের আশপাশের বাড়িঘরের লোকজন ছুটে এলে ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যান।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে ওই গৃহবধূকে রাত ১টার দিকে থানায় নিয়ে যান। সেখানের পুলিশ তাকে দেখে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। পরে তাকে রাত দেড়টার দিকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুশফিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে ওই সময়ে আমি মন্দির কমিটির লোকজনের সঙ্গে মন্দির এলাকায় ছিলাম। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। অপর অভিযুক্তদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গৃহিণীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’